স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : গভীর রাতে এলাকায় বন্য দাঁতাল হাতির উন্মুক্ত তাণ্ডব। এলাকায় প্রবেশ করে ভেঙে দেয় বসতঘর এবং নষ্ট করে দেয় ঘরের ভেতরে মজুদ করা ধান সহ বিভিন্ন জিনিসপত্র। ঘটনা, তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন মহারানীপুর এলাকায় রবিবার রাত আনুমানিক ২ টা নাগাদ।
রবিবার রাতে আচমকাই একটি বন্য দাঁতাল হাতি মহারানীপুর এলাকায় প্রবেশ করে উন্মুক্ত তাণ্ডব চালায় এবং এলাকার একটি বাড়িতে ঢুকে একটি বসত ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। নষ্ট করে দেয় ঘরের ভেতরে মজুদ করা ধান সহ বিভিন্ন জিনিসপত্র। পরিবারের লোকজনদের অভিযোগ, রবিবার রাতে বন্য দাঁতাল হাতি বাড়িতে প্রবেশ করে ঘরে মজুদ থাকা প্রায় ৮ মন ধান নষ্ট করে দেয় এবং উন্মুক্ত তাণ্ডব চালায় বাড়িতে। কিন্তু বনদপ্তরের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও দেখা মিলেনি বনদপ্তরের কর্মীদের বলে অভিযোগ তোলেন বাড়ির মালিক গীতা রানী দাস। রবিবার রাতে আচমকাই মহারানীপুর এলাকায় এই বন্য দাতাল হাতির আক্রমণের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।