স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : আগামী ২৫ নভেম্বর পুর ও নগরের নির্বাচন। আর এই নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব প্রায় শেষ। এবার চলছে ই ভি এম কমিশনিং -এর কাজ। বুধবার রাজধানীর উমাকান্ত স্কুলের অডিটোরিয়ামে হয় ই ভি এম কমিশনিং।
এই পর্বে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে মেশিন গুলিকে প্রস্তুত করা হয় নির্বাচনের জন্য। সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আর ও, এ আর ও- রাও এদিনের পর্বে অংশ নেয়। আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডের প্রার্থীদের তালিকা অনুযায়ী ই ভি এম মেশিন গুলি প্রস্তুত করা হয় বলে জানান সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অসীম সাহা। ই ভি এম গুলি শিল করে ভোটের জন্য তৈরি করা হয়। তিনটি ভাগে ওয়ার্ডগুলিকে ভাগ করে ই ভি এম কমিশনিং –র কাজ হয়। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই ই ভি এম কমিশনিং।