স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : উপজাতি ছাত্র ছাত্রীদের স্কলারশিপের টাকা অবিলম্বে প্রদান করা, উপজাতি ছাত্র-ছাত্রীদের হাউস রেন্ট প্রদান করা নিয়ে তাল বাহানা না করে সরলীকরণ করা এবং পেশাদারী কোর্সের ছাত্রদের ভর্তির জন্য কার্যকরী ভূমিকা গ্রহণ করার দাবিতে বুধবার ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন রাজ্য কমিটি পক্ষ থেকে যৌথভাবে জনজাতি কল্যাণ দপ্তরের ডেপুটেশন প্রদান করা হয়।
প্রতিনিধি দল দপ্তরে আধিকারিক ড. বিশাল কুমারের হাতে দাবি সনদ তুলে দেন। ডেপুটেশনের পর টি এস ইউ নেতৃত্ব নেতাজি জানান প্রতিবছর ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করা নিয়ে দপ্তর গাফিলতি করে চলেছে। এতে ছাত্র-ছাত্রীদের হয়রানির শিকার হতে হয়। ছাত্র-ছাত্রীরা দপ্তরকে অবগত করার পরেও দপ্তর ছাত্র-ছাত্রীদের হয়রানি করছে। তাই ডেপুটেশন প্রদান করা হয়েছে। চলতি মাসের মধ্যে যদি ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তিনি। ডেপুটেশন প্রদানকালে এছাড়াও উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, সোলেমান আলী সহ অন্যান্যরা।