স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : রবিবার প্রবীণ শ্রমিক অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়। অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি উদ্যোগে রাজধানীর বটতলা এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে এইদিন প্রবিন শ্রমিক অভিভাবকদের উত্তরীয় পরিয়ে দিয়ে সংবর্ধনা জানানো হয়। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে এই সংগঠন। পাশাপাশি সর্বদা শ্রমিকদের জন্য চিন্তা করে। বিভিন্ন সময় তারা শ্রমিকদের পাশে দাড়ায়।