স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : ঐতিবাহী বনেদী স্কুল উমাকান্ত একাডেমীর প্রাক্তনীদের বিধিবদ্ধ সংগঠন উমাকান্ত একাডেমি এলমনি। উমাকান্ত একাডেমী এলামনি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান একাডেমিয়া অন্যান্য বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত করা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন মেয়র দীপক মজুমদার।
রবিবার উমাকান্ত এলামনি অফিসে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান উমাকান্ত একাডেমী এলামনির সাধারণ সম্পাদক শুভাশিস মজুমদার। তিনি আরো বলেন বহির্রাজ্যের শিল্পীরাও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা ও বর্তমান ছাত্র ও শিক্ষক শিক্ষিকা সকলে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। এ দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উমাকান্ত একাডেমী এলামনির অন্যান্যরা।