Thursday, April 25, 2024
বাড়িরাজ্যআন্দোলনের হুঁশিয়ারি অনিয়মিত স্বাস্থ্যকর্মীদের

আন্দোলনের হুঁশিয়ারি অনিয়মিত স্বাস্থ্যকর্মীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর :  দীর্ঘ ১০ থেকে ১৩ বছর ধরে স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মী হিসেবে কাজ করে চলেছে বহু স্বাস্থ্যকর্মী। কিন্তু তাদের নিয়মিতকরণের কোনো উদ্যোগ নেই সরকারের। পূবর্তন সরকারের আমলে যখন আন্দোলন সংগঠিত করেছিল তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৎকালীন সময়ে বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব আন্দোলন মঞ্চে গিয়ে আশ্বস্ত করেছিলেন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ছয় মাসের মধ্যে নিয়মিতকরন করা হবে।

তারপর তৎকালীন প্রদেশ বিজেপি সভাপতি আশ্বাসের উপর ভরসা রেখে সরকার প্রতিষ্ঠা করার জন্য সমর্থন করা হয়েছিল। কিন্তু সরকার সাড়ে চার বছর অতিক্রান্ত হয়ে গেলেও নিয়মিতকরণ করার উদ্যোগ নেই। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী মঞ্চের প্রতিনিধি দল। তারা আরো জানান, তাদের নিয়মিতকরণের জন্য মুখ্যমন্ত্রী কাছে বহুবার চিঠি দেওয়া হয়েছে। এর জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য সচিবের উদ্যোগে তিনবার ফাইল সচিবালয় পাঠানো হয়েছিল। কিন্তু বারবারই মঞ্জুরি না হয়ে সচিবালয় থেকে ফিরে আসে ফাইল। তাই দাবি জানানো হচ্ছে দ্রুত নিয়মিতকরণ করার জন্য। আজকে সাংবাদিক সম্মেলনের পর কোন পদক্ষেপ গ্রহণ না হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামতে হবে বলে জানান সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রতিনিধি দল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য