স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : বাণিজ্য ভবনে ত্রিপুরা হোলসেল গোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা নির্বাচিত হয়েছিলেন তারা রবিবার শপথ গ্রহণ করেন। এদিন শপথ বাক্য পাঠ করান মেয়র দীপক মজুমদার। মোট ১১ জন শপথ গ্রহণ করেন। মেয়র দীপক মজুমদার জানান এইদিন ত্রিপুরা হোল সেল গ্রোসারী মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির ১১ জন সদস্যই শপথ গ্রহণ করেছে।
এই কমিটির সম্পাদক হয়েছেন তমাল মজুমদার এবং সভাপতি হয়েছেন খোকন সাহা। মেয়র দীপক মজুমদার আশা ব্যক্ত করেন ত্রিপুরা হোল সেল গ্রোসারী মার্চেন্ট এসোসিয়েশনের নব নির্বাচিত সদস্যরা আগামীদিনে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাগুলি সমাধানের উদ্যোগ গ্রহণ করবে। এবং ত্রিপুরা হোল সেল গ্রোসারী মার্চেন্ট এসোসিয়েশনের সুনাম আগামীদিনে আরও সমৃদ্ধ করবে।