Saturday, March 15, 2025
বাড়িরাজ্যসামাজিক ভাতা ২ হাজার টাকা করল সরকার : মুখ্যমন্ত্রী

সামাজিক ভাতা ২ হাজার টাকা করল সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ সেপ্টেম্বর : ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে “প্রতি ঘরে সুশাসন” অভিযানের সূচনা হয়। সারা দেশের মতো ত্রিপুরায় দিনটি পালন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এর মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন সুবিধার মধ্যে কৃষকদের জন্য বিশেষ বাজার নির্মাণ, কৃষক ও মৎস্যচাষিদের জন্য হিমঘর তৈরী, উন্নত সেচ ব্যবস্থার জন্য ক্যানেল তৈরী, চেকড্যাম নির্মাণের মত পরিকাঠামো গড়ে তোলা হবে। একই সঙ্গে রাজ্যের জনগণের আর্থসামাজিক বিকাশে জেলা থেকে গ্রামপঞ্চায়েত স্তরে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী জন্মদিনে “প্রতি ঘরে সুশাসন” অভিযানের সূচনা করা হয়েছে । আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই অভিযান।

প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম-কিষাণ, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, ভারত নেট প্রকল্প, সয়েল হেলথ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, অটল পেনশন যোজনা, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, স্বনিধি প্রকল্পে সমস্ত সুবিধাভোগীদের সুবিধা সুনিশ্চিত করা হবে। এই কর্মসূচি রূপায়ণে যে সমস্ত জেলা ও দপ্তর মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ পৌঁছে দিতে সাফল্যের নজীর স্থাপন করবে সরকার তাঁদের পুরস্কৃত করবে। এদিনের কর্মসূচীর সূচনা করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন প্রধানমন্ত্রীর ৭২ তম জন্ম দিনকে স্মরণে রাখতে এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রাজ্য সরকার প্রতিঘরে সুশাসন অভিযান শুরু করেছে। সমস্ত দপ্তর এবং কর্মচারীরা উৎসাহ নিয়ে কাজ করতে চাইছে। আর সেই কাজের রিপোর্ট কার্ড নিয়ে সময় মত মানুষের কাছে যাবে সরকার। সমস্ত  প্রকল্প গুলি যাতে একশ শতাংশ মানুষের কাছে পৌছায় সেই লক্ষ্য নিয়ে কাজ করে সরকার। একাধিক প্রকল্প সম্পর্কে অবগত করেন তিনি। মানুষের সহযোগিতা এবং সমর্থন ছাড়া কোন দিন কোন রাজ্য ও সমাজের উন্নয়ন হতে পারে না। এর জন্য সরকার চাইছে যে জায়গা গুলিতে খামতি আছে তা পূর্ণ করে প্রতি ঘড়ে ঘড়ে পৌছানোর অভিযান শুরু করা হয়েছে। এই ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করতে হবে।

সবাই সরকারের প্রতি হাত বাড়িয়ে দেবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।প্রধানমন্ত্রীর দিশাকে সামনে রেখে প্রতিটি ঘরে ঘরে পৌছুতে চায় রাজ্য সরকার। কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী বর্তমান সরকার। সামাজিক ভাতা আগে ৭০০ টাকা ছিল। ২০১৮ সালে নতুন সরকার আসার পর তা বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। এখন থেকে সামাজিক ভাতা প্রাপকেরা পাবেন দুই হাজার টাকা করে। এটা চলতি মাস থেকেই কার্যকর হবে বলে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। প্রতিটি মানুষের মানোন্নয়ন ও অর্থ নৈতিক বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই মানুষের একটা বিশ্বাস, স্বপ্ন, আকাঙ্খার স্থান। এই প্রধানমন্ত্রী জন্য দেশবাসীর জন্য গর্বের। আগের সরকার মিছিল , মিটিং –র নামে মানুষকে ব্যস্ত রাখত। সেই জায়গা থেকে বেড়িয়ে এসে বর্তমান সরকার উন্নয়নের কাজ করে যাচ্ছে। কাজের মাধ্যমে মানুষের কাছে পৌছানো গেলে তবে মানুষকে বিভ্রান্তি করার প্রয়োজন পড়ে না। দল এবং রঙ দেখে বর্তমান সরকার কাজ করেনা। সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে চলছে কেন্দ্র ও রাজ্য সরকার বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা,  মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা। এদিন একটি স্মরণিকার আবরণ উন্মোচন করেন অতিথিরা।  এদিনের অনুষ্ঠানে প্রতীকী ভাবে তপশিলী জাতি ভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ী ৬১২৫ জনকে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান কর্মসূচীর সূচনা হয়। এদিন ৫ জনের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী। ১০ জন সুবিধাভোগীর হাতে অটোর চাবি এবং ৫ জনকে ঋন প্রদান করা হয়। তিন জনকে কর প্রদানের জন্য পুরস্কৃত করা হয়। ৫০ টি স্বসহায়ক দলের হাতে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের সূচনা হয় অনুষ্ঠানের মাধ্যমে। ৫ জনকে ইউ ডি আই ডি শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। হর ঘর জল পৌছে দেওয়ার ক্ষেত্রে সাফল্য অর্জনকারী গ্রাম পঞ্চায়েত গুলির মধ্যে ৫ জন গ্রামপ্রধানকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সামাজিক ভাতা প্রাপক ৫ জনের হাতে ২ হাজার টাকার অর্থ রাশি তুলে দিয়ে প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটান মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য