স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : এ যেন নিত্য দিনের ঘটনা! পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করছে মানুষ। বৃহস্পতিবার জনজাতিরা গন্ডাছড়া মহকুমার গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তার হাতিমাথা চৌমুহনি এলাকায় সড়ক অবরোধে বসে। এইদিন সকাল থেকে রইস্যাবাড়ি ব্লকের অধীন ঠাকুরাছড়া এডিসি ভিলেজের গুনরথ পাড়ার জনজাতিরা পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তা সংস্কারের দাবীতে সড়ক অবরোধে সামিল হয়।
সড়ক অবরোধকারীরা জানান গুনরথ পাড়ায় দীর্ঘ চার মাস ধরে নেই বিদ্যুৎ পরিষেবা। ফলে দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। তার উপর এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর গুলিকে এই বিষয়ে বহুবার জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এইদিন তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছে। এইদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পরে ছোট বড় বহু যানবাহন। এতে করে দুর্ভোগ পোহাতে হয় পথ চলতি সাধারন মানুষকে।