স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : রাজনৈতিক প্রতিহিংসার শিকার খোয়াই থানাধীন বারবিল পঞ্চায়েত এলাকার ঋষিপাড়ার বেশ কয়েকটি পরিবার। হাতুড়ি দিয়ে মারধর করা হয় বাড়ির বৃদ্ধকে। ভাঙচুর লুটপাট চালায় শাসক দলের দুর্বৃত্তরা। জানা যায়,
বুধবার রাতে খোয়াই থানাধীন বারবিল পঞ্চায়েত এলাকার ঋষিপাড়ার সি পি আই এম কর্মী সমর্থকের বাড়ীতে হামলে চালায় দুর্বৃত্তরা। অভিযোগের তীর শাসক দল বিজেপির দুর্বৃত্তদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় বাড়িঘর এবং গাড়ি। জানা যায় এদিন হরিপদ মণিদাস , সুবোধ মণিদাস , শ্রীকৃষ্ণ ঋষিদাস, জয়কৃষ্ণ ঋষিদাস , ভজন মণিদাসের বাড়ী ঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। বাড়ীঘর ভাঙচুর করা ছাড়াও দুষ্কৃতীরা সুবোধ মণিদাসের একটি অটোরিকশাও ভেঙে গুঁড়িয়ে দেয়। আহত পরিবারের লোকজনেরা জানায় এদিন রাতের বেলা শাসকদলের কর্মী অম্লান, ইন্দ্র, লক্ষণের নেতৃত্বে দুর্বৃত্তরা এই ভাঙচুর করে এবং তারা বাড়ির লোকজনদের মারধর করে। তাদের হাতে ছিল হাতুড়ি। সেই হাতুড়ি দিয়ে ঘরে বৃদ্ধ লোকটি পর্যন্ত তারা রেহাই দেয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে সি পি আই এম র রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস, পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুখেন্দু বিকাশ দে ও মহকুমা কমিটির সদস্য গৌতম পাল আক্রান্ত পরিবারের বাড়ী ঘরগুলো পরিদর্শনে যান। এবং ঘটনার তীব্র নিন্দা জানান।