Monday, March 17, 2025
বাড়িরাজ্যমিলল না ১০,৩২৩ -এর সদুত্তর, বৈঠকে অসুস্থ অধিকর্তা

মিলল না ১০,৩২৩ -এর সদুত্তর, বৈঠকে অসুস্থ অধিকর্তা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : শেষ পর্যন্ত অধিকর্তার কাছ থেকে মিলল না সদুত্তর। আন্দোলনের চাপে পড়ে অসুস্থ হয়ে পড়লেন দপ্তরের অধিকর্তা চান্দীনি চন্দ্রন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আর টি আই অনুযায়ী চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের স্কুলমুখী করা, না হলে সুপ্রিম কোর্টের মামলার পক্ষভুক্ত রয়েছে সমস্ত ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকা, তার স্পষ্টতা তুলে ধরে টার্মিনেশন লেটার প্রদান করার দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছ থেকে বুধবার দারস্থ হয়েছিল চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা।

কিন্তু সন্তুষ্ট জনক জবাব না পেয়ে বুধবার সারারাত শিক্ষা দপ্তরের চত্বরে জমায়েত করে থাকে চাকরিচ্যুত ১০,৩২৩ -এর শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু বৃহস্পতিবার ভোর পাঁচটায় পুলিশ ১২০ জনকে গ্রেপ্তার করে অরুন্ধতী নগর পুলিশ কমপ্লেক্সে নিয়ে যায়। ১০৩২৩-র একাংশ জানায় আর টি আই- মোতাবেক অধিকর্তার সঙ্গে দেখা করতে যান। কিন্তু অধিকর্তা না থাকায় অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। সেই আলোচনা থেকে কোন সদুত্তর না পাওয়ায় ঘেরাও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। শেষে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে। কিন্তু এটি শেষ হয়নি চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন। পরবর্তী সময় প্রায় কয়েক শতাধিক চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকা শিক্ষা ভবনে অধিকর্তার কক্ষের সামনে এসে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিনা শর্তে মুক্তি দিতে হবে। এবং দপ্তরের অধিকর্তার সদুত্তর দিতে হবে। না হলে আন্দোলন থেকে পিছপা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তারা।

খবর পেয়ে ছুটে আসেন শিক্ষা দপ্তরে অধিকর্তা চান্দিনী চন্দ্রন। তিনি প্রতিনিধি জলের সাথে কনফারেন্স কক্ষে আলোচনায় বসেন। দীর্ঘক্ষন আলোচনার পর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দল কনফারেন্স পক্ষ থেকে বের হয়ে জানান, এদিন বৈঠকে দপ্তরের অধিকর্তা অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময় দপ্তরের যুগ্ম অধিকর্তা আসলেও কোন ধরনের সদুত্তর পান নি চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দল। পরবর্তী সময় দপ্তরের সচিবের সাথে দেখা করার জন্য আবেদন জমা দিতে বলা হলে শিক্ষা ভবন থেকে বের হয়ে আসে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। তবে সদুত্তর না পাওয়া পর্যন্ত আন্দোলন রুখবে না বলে হুশিয়ার দেয় তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য