Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে অবশেষে অবরোধে শামিল গ্রামবাসী

রাস্তা সংস্কারের দাবিতে অবশেষে অবরোধে শামিল গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠালতলী থেকে নবগ্রাম যাওয়ার রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। তার উপর সামান্য বৃষ্টি হলে রাস্তার মাঝে একটা অংশে জল জমে যায়। বুধবার দিনভর বৃষ্টির ফলে ফের এই রাস্তার একাংশে জল জমে যায়। এতে করে ভগান্তির শিকার হতে হচ্ছে এলাকার লোকজনদের।

এলাকার বেশকিছু বাড়িতে ঢুকে গেছে রাস্তার জল। ফলে এক প্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার এলাকার লোকজন সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক ডাঃ দীলিপ দাস। তিনি কথা বলেন এলাকাবাসিদের সাথে। এলাকাবাসিরা জানায় আগে রাস্তায় জল জমতো না। কারন রাস্তার পাশে ড্রেইন ছিল। দের বছর পূর্বে এলাকার তিনটি পরিবার তাদের জায়গার উপর থাকা ড্রেইনটি মাটি দিয়ে ভরাট করে ফেলে। তারপর থেকে শুরু হয় সমস্যা। নিছু রাস্তা হওয়ায়, রাস্তার জল কোন দিকে যেতে পারছেনা। ফলে জল মগ্ন হয়ে যায় রাস্তার নিচু অংশ। এলাকার বিধায়ক এইদিন জানান রাস্তাটি পাকা করার জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সহসাই কাজ শুরু হবে। তবে জল জমার সমস্যা কবে দূর হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোন আশ্বাস তিনি দিতে পারেন নি। তিনি জানান যারা ড্রেইন ভরাট করেছে তাদের সাথে তিনি কথা বলবেন। চেষ্টা করবেন ড্রেইনটি খুলে দিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য