Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যসিসি ক্যামেরা ঘুরিয়ে তিন দোকানে চুরি

সিসি ক্যামেরা ঘুরিয়ে তিন দোকানে চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল চুরি-ডাকাতির ঘটনার রাশ টানতে শহরে পুলিশের নাকা বসানো হবে, বাড়ানো হবে নাইট পেট্রোলিং এর ব্যবস্থা। কিন্তু কোথায় কি? বাস্তবের মাটিতে পুলিশ কুম্ভ নিদ্রায় মগ্ন। তা আবারো স্পষ্ট হয়ে গেল বুধবার রাতে। এদিন রাতে রাজধানীর দুর্গা চৌমুহনী বাজারের তিনটি দোকানে হানা দেয় চোরের দল। দোকানের মূল ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরের দল।

এরপর দোকানে থাকা সি সি টি ভি -র মুখ ঘুরিয়ে এই চুরি কান্ড সংগঠিত করে চোরেরা। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে দোকানে যান দোকানের মালিকেরা। তারা দেখতে পান দোকানের জিনিস পত্র লণ্ড ভন্ড অবস্থায় পড়ে রয়েছে। দোকানের ক্যাশ বাক্স থেকে উধাও নগর অর্থ ও কিছু সামগ্রী। দুর্গাচৌমুহনী বাজারের ব্যবসায়ী কমল দেব জানান তার দোকান থেকে নগদ ৮,৫৬০ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। অপর একটি দোকান থেকে ৪০০০ টাকা চুরি গেছে। এদিকে মূল রাস্তার পাশে থাকা যাদব বেকারীতেও হানা দেয় চোরেরা। সিলিং কেটে দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে কিছু টাকা এবং সামগ্রী নিয়ে যায় চোরেরা। জানা গেছে কিছু দিন আগে বাজারের ব্যবসায়ী চিন্টু পালের দোকানেও অনুরূপ ভাবে হানা দেয় চোর।  প্রশ্ন উঠছে বাজারে নৈশ প্রহরী থাকার পরেও কিভাবে এই চুরির কান্ড সংগঠিত করতে সাহস পাচ্ছে চোরেরা। এদিকে খবর পেয়ে দুর্গা চৌমুহনী বাজারে আসে পুলিশ। চুরির মামলা লিপিবদ্ধ করে নিয়ে যায়। চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য