স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : প্রতিবছরের মতো এ বছরও কল্যাণী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে আসন্ন দূর্গা পূজার আগে আপনা ঘর বৃদ্ধাশ্রমের মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে এবং স্যন্দন পত্রিকার ডিরেক্টর অভিষেক দে। স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে জানান, প্রতিবছর দুর্গাপূজার আগে বৃদ্ধাশ্রমে মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। যাতে সার্বজনীন দুর্গাপূজা তাদের জন্য ভালো কাটে।
এবং এই উদ্যোগ কল্যাণী দে ফাউন্ডেশনের আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। কল্যাণী দে ফাউন্ডেশন সারা বছরই এই ধরনের সামাজিক অনুষ্ঠানের সাথে জড়িত। সমাজের মানুষের স্বার্থে নিরলস ভাবে প্রচেষ্টা চালাচ্ছে। এদিন নতুন বস্ত্র পেয়ে বৃদ্ধাশ্রমে মায়েরা আপ্লুত।