স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : মঙ্গলবার চড়িলাম বিধানসভার কেন্দ্রের অন্তর্গত বিশ্রামগঞ্জ বাজারে ইন্ডিয়া কা হাল্লাবোল নামে এক কর্মসূচির ছিল। সেই কর্মসূচিতে হামলা করে বিজেপি’র দুর্বৃত্তরা। ঘটনায় যুব কংগ্রেসের কয়েকজন আহত হয়। এ বিষয়ে পুলিশের কাছে নিরাপত্তা চাইলে পুলিশ কোন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। পরে যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস সহ আরো তিন জনের বিরুদ্ধে মিথ্যা মামলা হাতে নেয় পুলিশ।
বুধবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা জানান সর্বভারতীয় যুব কংগ্রেসের মুখপাত্র মৌমিতা কালী। আরো বলেন, এদিন হামলার পর পরবর্তী সময়ে তাদের দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা গৃহবন্দী করে রাখা হয়। কিন্তু রাত দেড়টা নাগাদ ফেরার সময় জামিন অযোগ্য মামলায় যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ আরো ৩ জনকে গ্রেফতার করা হয়। এবং প্রশ্ন তোলেন যে জামিন অযোগ্য মামলায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। তীব্র নিন্দা জানান যুব কংগ্রেসের মুখপাত্র।