Friday, October 18, 2024
বাড়িরাজ্যশিক্ষক বদলির প্রতিবাদে স্কুল তালাবন্ধী

শিক্ষক বদলির প্রতিবাদে স্কুল তালাবন্ধী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : কৈলাসহরের মহকুমা ধনবিলাশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার ক্ষোভ সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। ছাত্র ছাত্রীরা জানায়, মাত্র সাতজন শিক্ষক দিয়ে স্কুলের পঠন পাঠন চলছে। এরই মধ্যে প্রধান শিক্ষক তরুন কান্তি চাকমাকে অন্যত্র বদলির আদেশ বের হয়। অথচ স্কুলের প্রধানশিক্ষক তরুন কান্তি চাকমাকে অন্যত্র বদলি করলেও স্কুলে নতুন করে কোনো প্রধান শিক্ষক দেওয়া হয়নি।

 বদলির আদেশ বের হবার পর স্কুলের ছাত্র ছাত্রী সহ অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেন। বুধবার সকালে রাস্তায় নামে ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত স্কুলে প্রধান শিক্ষকের বদলি রদ হবে এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক স্কুলে প্রদান করা হবে ততক্ষণ পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। অভিভাবকরা এব্যাপারে বিধায়ক সুধাংশু দাশের নিকট দারস্থ হলে তিনি গত ৯ সেপ্টেম্বর লিখিত ভাবে জেলা শিক্ষা আধিকারিককে অবগত করা হয়েছে বলে জানান। কিন্তু প্রায় ৫ দিন অতিক্রান্ত হবার পরও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা না নেওয়ায় ছাত্র ছাত্রী সহ অভিভাবকরা  বুধবার সকালে স্কুল তালাবন্ধী করে স্কুলে বিক্ষোভ প্রদর্শন করে। সকাল সাড়ে পাঁচটায় স্কুল তালাবন্ধী করলেও দুপুর একটা পর্যন্ত দপ্তরের কোনো আধিকারিক স্কুলে না আসায় স্কুলের ছাত্র ছাত্রীরা গ্রামে বিক্ষোভ মিছিল করে নতুনবাজার চৌমুহনীতে এসে কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এদিন দুপুর পর্যন্ত চলে পথ অবরোধ। দাবি না মানা হলে বিদ্যালয়ে তালা খুলবে না বলে জানায় ছাত্রছাত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য