স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : রান্নার গ্যাস এবং পেট্রোল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলো প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস। বুধবার প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনের সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচিটি। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সুস্মিতা দেব বলেন, দেশের নরেন্দ্র মোদীর সরকারের আমলে পেট্রোল ডিজেলের মূল্য এবং রান্নার গ্যাসের মূল্য রেকর্ড পার করেছে। পেট্রোল, ডিজেলের মূল্য ১০০ টাকার অধিক এবং রান্নার গ্যাসের মূল্য ১২০০ টাকা। এই রেকর্ড মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। কারণ গরিব এবং সাধারণ মানুষের উপর এর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান তিনি। তিনি বলেন সরকার যদি পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসে মূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ না করে তাহলে বৃহত্তর আন্দোলন করবে।