Saturday, April 20, 2024
বাড়িরাজ্যরক্তদানে এগিয়ে আসতে মুখ্যমন্ত্রীর আহ্বান

রক্তদানে এগিয়ে আসতে মুখ্যমন্ত্রীর আহ্বান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : রাজধানীর বনমালীপুর স্থিত শ্রী শ্রী মহানাম অঙ্গন-এর ৪১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী একাধিক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে বুধবার আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এইদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এইদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন নিজেকে চেনার আসল জায়গা মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলি।

একজন রক্ত দিলে চারটি জীবন বাঁচানো সম্ভব। যারা রক্তদান করছেন তাদের সাথে অন্যের সম্পর্ক অনেক বেশী। এই রক্তদাতাদের কোন জাত, ধর্ম, বর্ণ হয় না। নেই লিঙ্গ ভেদ। এটা সবচাইতে বড় দান। এইদিনের রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটার রত্না দত্ত, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন। এইদিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য