স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : নির্বাচন যতই এগিয়ে আসছে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব ততটাই দিশেহারা হয়ে পড়ছে। একদল ছেড়ে অন্য দলে যোগদানের হিড়িক চলছে। শেষ কথা শাসককে উৎখাত করে ক্ষমতায় আসা। অন্যান্য দিনের মতো ব্যতিক্রম হয়নি বুধবার। এদিন ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন পূজন বিশ্বাস। তিনি নিজে এবং সংঘপাঙ্গরা মিলেই কংগ্রেস ছেড়ে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্টের আত্মপ্রকাশ করায়। কিন্তু বছর খানিক কেটে গেল দল ময়দানে সাড়া পায়নি।
তাই পুরো দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন পূজন বিশ্বাস। পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন, সাড়ে চার শতাধিক পরিবার নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে বলে আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, গণতন্ত্র বিরোধী এবং জনতা বিরোধী সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আগামী দিনের লড়াই করবে। কারণ এই সরকার সাড়ে চার বছরে ত্রিপুরায় জনগণের জন্য কোন কাজ করেনি। তাই বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করার জন্য বিকল্প শক্তি তৃণমূল কংগ্রেস বলে অভিমত ব্যস্ত করেন তিনি। পরে পূজন বিশ্বাসের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান সাংসদ সুস্মিতা দেব। যোগদান সভায় এছাড়াও উপস্থিতি তৃণমূল কংগ্রেসের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।