স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : সাতসকালে খোয়াইতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনা খোয়াইয়ের নতুন বাস স্ট্যান্ডে। মৃতদেহটি খোয়াই বনকর এলাকার বাসিন্দা হরেন্দ্র বর্মনের। বয়স পঞ্চান্ন বছর।জানা যায় প্রায় সময়ই আকন্ঠ মদ্যপান করে থাকতো বয়স পঞ্চান্নের হরেন্দ্র বর্মন।
সে বাড়িতে থাকত না। আকন্ঠ মদ্যপান করে প্রায় সময়ই নতুন বাস স্ট্যান্ড তৈরি হওয়ার পর থেকে সেখানেই দিন গুজরান করতো বলে জানা যায়। আকন্ঠ মদ্যপান করায় অসুস্থ হয়ে পড়ে মৃতব্যক্তি। পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহটি নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। ময়নাতদন্তের পর দেহটি তুলে দেওয়া হয় পরিবারের হাতে।