স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর : সাধারণ মানুষের স্বার্থে রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়ে আবার অটো চালকদের পেটে লাথি মারার মত ঘটনা সংঘটিত করে দেখালো প্রশাসন। এটাই সুশাসন, এটাই বিকাশ ত্রিপুরার আসল বাস্তব চিত্র। সম্প্রতি কাঞ্চনমালা থেকে সেকেরকোট যাওয়ার রাস্তাতে সংস্কারের কাজে হাত লাগানো হয়। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে কাঞ্চনমালা – সেকেরকোটের অটো চালকরা।
বুধবার ভোর থেকে ঘন্টাখানেকের বৃষ্টিতে রাস্তা ধানের জমির মতো হয়ে পড়ে। অটো চালকরা রাস্তা দিয়ে যাতায়াত করতে না পেরে বন্ধ রাখে পরিষেবা। যতদূর জানা যায় অটো চালকদের যাতায়াতের জন্য বিকল্প কোনো সড়ক নেই। প্রশাসনের পক্ষ থেকে বিকল্প কোন সড়কের বন্দোবস্ত না করে কাজে হাত লাগানো হয়েছে। এতে করে অটো চালকরা বেকাদায় পড়েছে। বুধবার সকাল থেকেই ছিল অটো পরিষেবা বন্ধ। একই সাথে বন্ধ ছিল অন্যান্য যাত্রীবাহী গাড়ি পরিষেবা। বাইক স্কুটি নিয়েও যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অটো চালকরা জানায় তারা এদিন গাড়ি চালাতে পারেনি। রাস্তার অবস্থা এতটাই বেহাল ছিল যে অ্যাম্বুলেন্স কিংবা দমকল কর্মীদের গাড়ি পর্যন্ত যাতায়াত করার মত অবস্থা ছিল না। এই পরিস্থিতির জন্য প্রশাসনকেই দায়ী করল অটো চালকরা। চরম গাফিলতি কারণে এমন ঘটনা সংঘটিত হচ্ছে বলে তাদের অভিমত।

