স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :আদালতে জাল নথি পেশ করে বাংলাদেশি নাগরিককে জামিনে মুক্তির অভিযোগে গ্রেফতার দুইজন। এর মধ্যে একজন স্বাস্থ্য দপ্তরের কর্মী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধর্মনগরে। জানা যায়, এক বাংলাদেশি নাগরিককে জামিনে মুক্ত করার চাঞ্চল্যকর অভিযোগে গ্রেফতার হলেন স্বাস্থ্য দপ্তরের এক কর্মী সহ অপর এক যুবক। ধৃতরা হলেন — স্বাস্থ্য দপ্তরের কর্মীর নাম ডুপলে নাথ ও অপর যুবক সঞ্জিব মালাকার।
জানা গেছে, অভিযুক্ত ডুপলে নাথ আদালতে নিজের ভুয়া বেতন রশিদ জমা দিয়ে বাংলাদেশি নাগরিকের জামিনের ব্যবস্থা করেন। তদন্তে জানা যায়, নকল নথি তৈরির কাজে সঞ্জিব মালাকারও প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে ধর্মনগর থানার পুলিশ জানায়, আদালতের নির্দেশে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, জাল নথির উৎস ও তৈরির পদ্ধতি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

