স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। কারণ সর্ষের মধ্যে ভূত রয়েছে বলে অভিযোগ। তেলিয়ামুড়ার ইচারবিল সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে নিয়ম অনুযায়ী রাস্তার কাজ করতে গিয়ে যেভাবে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেখানে সাধারণ মানুষকে, সেভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। অপরদিকে প্রকৃত জমির মালিককে ক্ষতিপূরণ না দিয়ে ভাড়াটিয়ারকে ক্ষতিপূরণ দিয়ে প্রতারণা করছে প্রশাসনিক আধিকারিকরা বলে অভিযোগ।
শুধু তাই না, বিভিন্নভাবে বিল আটকে রাখছে প্রশাসন। সাধারণ মানুষের একাংশের অভিযোগ হচ্ছে বিভিন্ন স্তরের তহশিল দাররা সরাসরি দাবি করছেন যদি ক্ষতিপূরণের টাকা বেশি পেতে হয় তাহলে দক্ষিণার পরিমাণটা এমনভাবে দিতে হবে, যাতে করে সেই ভাগ বাটোয়ারা চতুর্থ শ্রেণী থেকে একেবারে শীর্ষ স্থান পর্যন্ত পৌঁছায়।
অভিযোগের শেষ নেই, বুধবার যখন ইচারবিল এলাকাতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বাধাপ্রাপ্ত হয় তখন মহকুমা শাসক নিজে ঘটনাস্থলে আসেন। অভিযোগ শুনেন। এদিকে এলাকার এক মহিলা জানান, তিনি দুটি পাকা ঘরের ক্ষতিপূরণ বাবদ পেয়েছেন মাত্র ২ লক্ষ ১৩ হাজার টাকা, টিনের ঘর বাবদ পেয়েছেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা। অথচ দেখা গেছে টিনের ঘরের টাকা ওনার ব্যাংক একাউন্টে না দিয়ে ভাড়াটিয়ার ব্যাংক একাউন্টে দিয়েছেন। তিনি আরো জানান আদালতে মামলা চলাকালীন অবস্থায় প্রশাসন যেভাবে কাজ করছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ।

