স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :ত্রিপুরার উচ্চ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ছাত্র প্রকল্প কর্মসূচি আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ কর্তৃক ২০১৬ সাল থেকে ত্রিপুরার উচ্চ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ‘ছাত্র প্রকল্প কর্মসূচি’ চালু করা হয়। যার লক্ষ্য ছিল রাজ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রচার।
সেই লক্ষ্য নিয়ে বুধবার বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বিজ্ঞান ছাত্রছাত্রীদের মাঝে নিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করছে সরকার। ছাত্রছাত্রীরা যাতে ছোটখাটো প্রযুক্তি তৈরি করতে পারে তার জন্য আজকের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই কর্মসূচি থেকে যারা এক বছরের ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত করা হবে বলে জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা।

