স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বক্সনগর এলাকার পাঁচ যুবক যুবতীর কাছ থেকে প্রায় দশ ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বক্সনগর প্রেস ক্লাবের স্বঘোষিত সম্পাদক ও নামধারী সাংবাদিক জয়দুল হোসেনের বিরুদ্ধে।এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।অভিযোগকারীদের দাবি গত প্রায় ১০ বছর ধরে জয়দুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে আসছেন।
এমন একটি ঘটনার সাক্ষী হয়ে রয়েছে বক্সনগরের মানুষ। অভিযোগ, জয়দুল হোসেন গত কয়েক মাস আগে পুলিশের চাকরি দেওয়ার নাম করে বক্সনগর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে পাঁচ জন যুবক যুবতীর কাছ থেকে প্রায় দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। অভিযোগ ২০২২ সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে শারীরিক পরীক্ষা ও মৌখিক উত্তীর্ণ পাঁচজন বেকার যুবক-যুবতীকে ১০০ শতাংশ চাকরি দেওয়ার আশ্বাস দেন জয়দুল হোসেন। এরপর রাতারাতি চাপ সৃষ্টি করে কারোর কাছ থেকে দুই লক্ষ কারোর কাছ থেকে আড়াই লক্ষ – মোট ১০ লক্ষ ৫০ হাজার টাকা নেন বলে অভিযোগ। তখন বক্সনগর এলাকার নামধারী তথা বিভিন্ন পত্রিকায় কাজ করে বলে পুলিশের বড় বড় অফিসার সাথে পরিচিত ভালো সম্পর্ক আছে বলে ৫ যুবকের ও পরিবারের সাথে নিজে উদ্যোগ নিয়ে তার চেম্বারে ডেকে এনে কথা বলে।
জয়দুল তাদের পরিবারকে কথা দেয় তাদের ১০০ শতাংশ চাকরি হবে। প্রথমে প্রতারক জয়দুল চাকুরী প্রার্থীদের কাছে ৫ লক্ষ টাকা করে দেওয়ার দাবি রাখেন। পরবর্তী সময়ে চাকুরী প্রার্থীদের বলে যদি চাকরি হয় বাকি টাকা দিতে দেবে। দেখা যায় গত এপ্রিল মাসে রাজ্য সরকার ৯৭৯ জন কনস্টেবল পদের অফার ছাড়ার পর পাঁচজনের মধ্যে একজনও চাকরি পাননি। তখন চাকুরী প্রার্থীরা সাথে সাথে ক্ষোভে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলে কোন এক কারণবশত চাকরি হয়নি। এরপর প্রার্থীরা টাকা ফেরত চাইলে প্রথমে এক মাসের মধ্যে ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু অভিযোগকারীদের দাবি এক বছরের বেশি সময় কেটে গেলেও এখনো টাকা ফেরত পাওয়া যায়নি।
বুধবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন প্রতারিত হওয়া যুবকরা।

