Thursday, November 13, 2025
বাড়িরাজ্যছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদে ছাত্র সংগঠনের সড়ক অবরোধ

ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদে ছাত্র সংগঠনের সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর : কৈলাসহরের ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের শিক্ষক অরূপ গোপের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। বিষয়টি মঙ্গলবার সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ শিক্ষক অরূপ গোপ দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের সাথে অশালীন আচরণ ও কু-প্রস্তাব দিয়ে চলেছেন। এর বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা মঙ্গলবার প্রতিবাদে সামিল হয়। তারা ইতিপূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবগত করেছে। কিন্তু অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরাও হাতেনাতে প্রমান না পাওয়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারছিল না এতদিন ধরে। সম্প্রতি শিক্ষক অরূপ গোপ এক ছাত্রীকে কু-প্রস্তাব দেয়। তার প্রমান হাতেনাতে পেয়ে যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা। তারপরই নড়েচড়ে বসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা। বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা অভিযুক্ত শিক্ষক অরূপ গোপকে চাকুরি থেকে বরখাস্তের দাবিতে বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধে বসে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা জানায় তারা অভিযুক্ত শিক্ষকের বদলি চায় না।

কারন ওনাকে অন্য স্কুলে বদলি করা হলে, যেই স্কুলে যাবেন সেই স্কুলে একই ঘটনা করবেন। তাই তারা অভিযুক্ত শিক্ষকের চাকুরি থেকে বরখাস্তের দাবি জানায়। কারণ অভিযুক্ত শিক্ষক অরূপ গোপ নানান ভাবে বিদ্যালয়ের ছাত্রীদের কু-প্রস্তাব দিয়ে আসছেন দীর্ঘ দিন ধরে। তিনি ছাত্রীদের একা ওনার ঘরে যাওয়ার প্রস্তাবও দিয়েছেন। এমনকি রাতের বেলায় তিনি ছাত্রীদের ভিডিও কল করার জন্য বলেন বলেও অভিযোগ। এখন দেখার সংশ্লিষ্ট দপ্তর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। এখন দেখার বিষয় বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য