Thursday, November 13, 2025
বাড়িরাজ্যধর্মনগরের বি.এম.এস কার্যালয় সিল করে দিল প্রশাসন

ধর্মনগরের বি.এম.এস কার্যালয় সিল করে দিল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :মহকুমা প্রশাসনের নির্দেশে সিল করে দেওয়া হল ধর্মনগরের বি.এম.এস অফিস। অতিরিক্ত মহকুমা শাসকের উপস্থিতিতে এইদিন ধর্মনগর বিএমএস অফিস সিল করে দেওয়া হয়। জানা যায়, দীর্ঘ দিন ধরে ধর্মনগরে বিএমএস-এর গোষ্ঠী কোন্দল চলছিল। বিএমএস-এর শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে অবগত রয়েছে।

 বিএমএস-এর একাংশ শীর্ষ নেতৃত্বের দুর্বল সাংগঠনিক দক্ষতা ও ব্যক্তিগত স্বার্থের কারনে ধর্মনগরে বিএমএস-এর মধ্যে গোষ্ঠী কোন্দল দেখা দেয়। বলতে গেলে ধর্মনগরে বিএমএস দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আর এই দুই গোষ্ঠীর মধ্যে কিছুদিন পর পর দেখা দেয় ঝামেলা। যার জেরে ধর্মনগরে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। হয়রানির শিকার হতে হয় সাধারন মানুষকে। তারপরও বিএমএস-এর শীর্ষ নেতৃত্বরা কানে তেল দিয়ে ঘুমাচ্ছিল।

এরই মধ্যে বুধবার সকালে ধর্মনগরে বিএমএস-এর দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। শেষ পর্যন্ত আরক্ষা প্রশাসনের হস্তক্ষেপে এইদিন পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এইদিনের ঘটনার পর নড়েচড়ে বসে মহকুমা প্রশাসন। এইদিন ধর্মনগর মহকুমা প্রশাসনের নির্দেশে অতিরিক্ত মহকুমা শাসক ও পুলিশের উপস্থিতিতে ধর্মনগর বিএমএস অফিস সিল করে দেওয়া হয়। ধর্মনগরের অতিরিক্ত মহকুমা শাসক জানান আইন-শৃঙ্খলা জনিতে কারনে ধর্মনগর বিএমএস অফিস সিল করে দেওয়া হয়েছে। উপর মহল থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সিল থাকবে ধর্মনগর বিএমএস অফিস। এইদিন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য একটা সময় পুলিশ লাঠি চার্জ করার প্রস্তুতি নেয়। তারপর বিএমএস-এর দুই গোষ্ঠীর কর্মী সমর্থকরা ঘটনাস্থল ত্যাগ করে। এই পরিস্থিতিতে এখন দেখার বিএমএস-এর শীর্ষ নেতৃত্ব স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে ধর্মনগরে বিএমএস-এর গোষ্ঠী কোন্দলের ইতি টানতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য