Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যবিজেপি একটা অনৈতিক দল  : বিরোধী দলনেতা

বিজেপি একটা অনৈতিক দল  : বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর :সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লকে ডেপুটেশান প্রদানে সিপিআইএম-কে বাধা দান পুলিশের। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআইএম সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে সাতচাঁদ ব্লকের বিডিও-র নিকট ডেপুটেশান প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়। সেই মোতাবেক মঙ্গলবার সিপিআইএম কর্মী সমর্থকরা সুবিশাল মিছিল করে সাতচাঁদ ব্লকের উদ্দেশ্যে রওয়ানা হয়। মিছিলেন ছিলেন খোদ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সহ অন্যান্যরা। সিপিআইএম-এর মিছিল সাতচাঁদ বাজারে পৌঁছানোর পর পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে সিপিআইএম-এর মিছিল আটকে দেওয়া হয়।

তখন পুলিশ ও সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় সাতচাঁদ ব্লকের বিডিও ব্লকে আসেন নি। পরিস্থিতি বেগতিক দেখতে পেয়ে পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়। তারপর এক ডিসিএম ঘটনাস্থলে ছুটে যান। তিনি সিপিআইএম নেতৃত্বের নিকট দুঃখ প্রকাশ করেন তাদের মিছিল আটকে দেওয়ার জন্য। পাশাপাশি তিনি রাস্তায় দাড়িয়ে সিপিআইএম-এর ৭ দফা দাবি সম্বলিত স্মারক লিপি গ্রহণ করেন। পরে সিপিআইএম সেখানে পথ সভা করে। পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজেপি, তিপরা মথা ও আইপিএফটি-র জোট সরকার জনগণের দাবিগুলি শুনার পর আতঙ্কিত। তাদের চোখে ঘুম নেই। ২০২৩ সালে তিপ্রা মথার দালালির কারনে বিজেপি ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে।

যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা সকলে খারাপ নয়। কিন্তু বিগত সাড়ে সাত বছরে মানুষের সাথে অন্যায় করা হচ্ছে। অত্যাচার করা হচ্ছে। জনগণের টাকা লুট করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সিপিআইএমের লড়াই চলছে। তিনি আরো বলেন আজকে সাতচান ব্লকে বসে বিজেপি যে কুকাণ্ড ও গুন্ডামি করেছে, সে জায়গাটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পিতৃ সম্পত্তি নয়। এটা জনগণের জায়গা। আরো বলেন বিজেপি সম্পূর্ণভাবে অনৈতিক দল। তারা দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বিজেপির রক্তে নেই, ডিএনএ নেই। বিজেপির কুষ্ঠীতে লেখা আছে, মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকা এবং কালো টাকা দিয়ে বিধায়ক এবং সংসদ কিনে সরকার গঠন করা। তারা আগামী দিন শনিদেবের আশীর্বাদও পাবে না, শনিদেবের অভিশাপে তাদের ধ্বংস অনিবার্য। আগামী দিন গণতন্ত্রের জয় হবে বলে তীব্র ভাষায় আক্রমণ করেন। পরবর্তী সময়ে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে বামেদের কর্মসূচি সম্পন্ন হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য