স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : রাজ্যের বেহাল অবস্থার অভিযোগ তুলে ৭ দফা দাবিকে সামনে রেখে ৬ নভেম্বর রাজ্য ব্যাপি গণ অবস্থানের ঘোষণা দিল প্রদেশ কংগ্রেসের একাধিক শাখা সংগঠন। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা জানান ৬ নভেম্বর রাজ্য ব্যাপী গন অবস্থান সংগঠিত করবে প্রদেশ যুব কংগ্রেস, প্রদেশ মহিলা কংগ্রেস, এন এস ইউ আই ও সেবা দল।
এই গণ অবস্থান মূলত ৭ দফা দাবিকে সামনে রেখে করা হবে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সদর মহকুমার রাধানগর বাস স্ট্যান্ডে গনঅবস্থান সংগঠিত করা হবে। সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার সাথে উপস্থিত ছিলেন এন এস ইউ আই -র নেতা আমির হোসেন, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী ও সেবা দলের সভাপতি নিত্য গোপাল রুদ্র পাল।

