স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : মঙ্গলবার কৈলাসহর মহকুমায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মূলত কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে সীমান্তবর্তী এলাকার মানুষদের সাথে কথা বলেন রাজ্যপাল।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কৈলাসহরের সার্কিট হাউসে বিশ্রাম করে দুপুর ১২ টায় সার্কিট হাউস থেকে বের হয়ে প্রথমে যান সীমান্তবর্তী খাওরাবিল গ্রামের চৌদ্দ দেবতার মন্দিরে। মন্দিরে গিয়ে পুজো দিয়ে মন্দিরের নাটমন্দিরে স্থানীয় কৃষকদের সাথে আলোচনা করেন। নাট মন্দিরে আলোচনা সভায় রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা, ঊনকোটি জেলার জেলা শাসক তমাল মজুমদার, ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর সহ অন্যান্য আধিকারিকরা। আলোচনা সভায় কথা বলতে গিয়ে রাজ্যপাল জানান কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা ঘুরে দেখবেন এবং সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে আলোচনা করে জানার চেষ্টা করবেন তারা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গুলো সঠিক ভাবে পাচ্ছে কিনা।

