স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : সিপিআইএম সাব্রুম মহাকুমার কমিটির পক্ষ থেকে সাত দফা দাবি সম্বলিত এক গণ ডেপুটেশন প্রদান করা হয়। সাতচাদঁ ব্লকের বিডিও নিকট ডেপুটেশনটি প্রদান করা হয়। সংগঠনের নেতৃত্বে বিপুল সংখ্যক ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ মিছিল করে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।সিপিআইএম সাব্রুম মহকুমা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের ক্ষেতমজুরদের জন্য বছরে ২০০ দিন কাজের নিশ্চয়তা করা এবং দৈনিক ৩৪০ মজুরি নির্ধারণ করা।
মনু থেকে শ্রীনগর পর্যন্ত রাস্তা সংস্কার করা। দলের নেতৃত্ব বক্তব্য রেখে বলেন, রাজ্যে কর্মসংস্থানের অভাব চরমে পৌঁছেছে। অধিকাংশ কাজ এখন মেশিনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ফলে গ্রামীণ শ্রমজীবী মানুষের হাতে আয় কমে গেছে। তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। সংগঠনের নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দাবিগুলি দ্রুত পূরণ না হয়, তবে বৃহত্তর গণআন্দোলনের নামতে বাধ্য হবে সিপিআইএম।

