স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : আগরতলা শিববাড়ি পুকুর সৌন্দর্যায়ন বৃদ্ধি করার দিকে গুরুত্ব দিয়েছে আগরতলা পুর নিগম। ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। মঙ্গলবার পুকুর সংস্কারের কাজ পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
সেখানে গিয়ে তিনি শ্রমিকদের সাথে কথা বলেন। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগরতলা শহরের সমস্ত পুকুর সংস্কার করে সৌন্দর্যায়ন বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী শহরের বিভিন্ন পুকুর সংস্কার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আগরতলা শিববাড়ি পুকুর। এই শিব বাড়ির পুকুরের চারপাশ দীর্ঘদিন ধরে দখলে ছিল। বর্তমানে এটা কিছুটা দখলমুক্ত করে সংস্কার করা হয়েছে। পুকুরের চারপাশে আলোর ব্যবস্থা করা হয়েছে। একই সাথে সিঁড়ির বন্দোবস্ত করা হয়েছে। পুকুরের জল ব্যবহারের যোগ্য করা হয়েছে। যাতে পুকুরটি মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারে। এমনটাই জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে পরিদর্শনে ছিলেন স্থানীয় কাউন্সিলর এবং নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিক।

