স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : প্রবল সমালোচনার মুখে পড়ে বাতিল হয়েছিল হ্যাপিয়েস্ট আওয়ারের রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স। অবশেষে উচ্চ আদালতের রায়ে সোমবার রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্সের বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে দেওয়া হয়। গত সেপ্টেম্বর মাসে উদ্বোধনের দিন থেকে হ্যাপিয়েস্ট আওয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দীর্ঘ রাত পর্যন্ত নাইট ক্লাব হিসেবে ব্যবহার করা হচ্ছে। রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স নিয়ে ভেতরে মদের ফোয়ারা জমিয়েছে কর্তৃপক্ষ।
রাজ্যের সুস্থ সংস্কৃতির পিঠস্থান রবীন্দ্র শতবার্ষিকী ভবনের পাশে ইউ ডি ভবনে ছাদে গড়ে তোলা হয়েছিল অঘোষিত নাইট ক্লাব। প্রথম দিন রাতের বেলা ধুপধাপ শব্দে এলাকার পরিস্থিতি অবনতি হলে ছুটে আসতে হয়েছিল পশ্চিম আগরতলা থানার পুলিশকে। তারপরই বিষয়টি জানাজানি হয় রাজ্য বাসির মধ্যে। সমালোচনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। কার স্বার্থে, কিসের স্বার্থে নাইট ক্লাবের লাইসেন্স দিয়েছে প্রশাসন? পরবর্তী সময় জেলা প্রশাসন বিষয়টি প্রমাণ করতে গিয়ে রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স বাতিল করে দেয় হ্যাপিয়েস্ট আওয়ারের। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল সংশ্লিষ্ট বার কর্তৃপক্ষ এবং লাইসেন্স ভ্যালী গৌতম দেবনাথ একাধিক আবগারি আইনের সপ্ত ভঙ্গ করেছেন। বিশেষ করে রাত ১১ টার পর মদ পরিবেশন এবং নৃত্য অনুষ্ঠান চলছিল বলে এই নির্দেশ দিতে বাধ্য হয়েছে। পরবর্তী সময় বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান কর্ণধার গৌতম দেবনাথ।
গত ১৬ সেপ্টেম্বর আদালতে মামলা করেন। তিনি আদালতে দাবী করেছেন উনার রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স বাতিল করে দিয়েছে প্রশাসন। সেলিং লিকারের অনুমতি দিয়েছিল। তাই তিনি মামলা করেছেন। তারপর গত ৩০ এবং ৩১ অক্টোবর এই মামলায় শুনানি হয়। সোমবার এই মামলার রায় দেওয়া হয়। আদালতের পক্ষ থেকে প্রশাসনের নির্দেশ বাতিল করে দেওয়া হয়েছে। আইনজীবী এমন টাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। আরো জানিয়েছেন আদালতের সিঙ্গেল বেঞ্চ টি অমরনাথ গৌড়ের বেঞ্চে উঠেছিল বিষয়টি।

