স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : উদয়পুরের রাজধর নগরে পুকুরের জলে ডুবে মৃত্যু দুই বছরের এক শিশুর। মৃত শিশুর নাম শুভম সরকার। বাবার নাম শান্তি সরকার। পরিবারের এক সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শুভম খেলতে খেলতে সকলের নজর এড়িয়ে বাড়ির পাশের পুকুরের জলে পড়ে যায়।
আনুমানিক ২০ মিনিট পর পরিবারের লোকজন শুভমকে খোঁজাখুঁজি শুরু করার পর দেখতে পায় পুকুরের জলে ভাসছে শুভম। সাথে সাথে পুকুরের জল থেকে উদ্ধার করে শুভমকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর শুভমকে মৃত বলে ঘোষণা করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

