Thursday, March 28, 2024
বাড়িরাজ্যজল নিষ্কাশনী ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

জল নিষ্কাশনী ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : শহরের বিভিন্ন স্থানে জল নিষ্কাশনী ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি মূলত ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। সাথে ছিলেন মেয়র দীপক মজুমদার, নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে, কমিশনার শৈলেশ কুমার যাদব, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, সদর মহকুমা শাসক অসীম সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটার ও আধিকারিকেরা। এদিন মুখ্যমন্ত্রী শান্তিপাড়া, রামনগর,  দশমীঘাট সহ বেশ কিছু এলাকা পরিদর্শন করে জল জমা সহ নানান বিষয়ে অবগত হন। 

“আজাদীকা অমৃত মহৎসব” উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে এই এলাকায় অমৃত সরোবর প্রকল্পের অধীনে যে পুকুর গুলোর সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে, তার অগ্রগতির সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হন।  সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এলাকাবাসীদের কাছ থেকে নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কেও অবহিত হন । মুখ্যমন্ত্রী জানান ৮ টাউন বড়দোয়ালী তাঁর নিজ বিধানসভা কেন্দ্রে। রাজ্যের মূল কেন্দ্র স্থল। এখানে বেশ কিছু এলাকায় এখনো জল জমে থাকছে। সঠিক ভাবে নিষ্কাশিত হচ্ছে না। এই সমস্ত বিষয় গুলি সম্পর্কে আধিকারিকদের অবগত করতে এই পরিদর্শন। আগরতলার জল যে গুলি খালের মধ্যে যাচ্ছে না তা সরানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়। যাতে করে আগামী দিনে এই সমস্যা থেকে বাসিন্দাদের মুক্তি দেওয়া যায়। পরিকল্পনা রয়েছে। কিন্তু মাঠে গিয়ে সফর করলে তার সমাধান দ্রুত সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী। পার্কিং সমস্যা নিরসনে পুরাতন মোটরস্ট্যান্ডে একটি জায়গায় কাজ চলছে। স্থানিয় ক্লাব গুলি এই ক্ষেত্রে সহায়তা  করছে। সহসাই পার্কিং সমস্যার নিরসন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সার্বিক বিকাশে এলাকাবাসীদের কাছ থেকে যে সহযোগি  মানসিকতা পেয়েছেন তাতে  তিনি নিশ্চিত এতে আগামী দিনে বিকাশমূলক কাজের গতি আরো ত্বরান্বিত হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য