স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় রবিবার। এদিন স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তথা ত্রিপুরা কেমিকাল সোসাইটির সভাপতি ডঃ ভবতোষ সাহা সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানে ত্রিপুরা কেমিক্যাল সোসাইটি পরিচালিত সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছয়টি পরীক্ষার সাফল্য অর্জনকারী ৮৬ জন পরীক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এই পরীক্ষায় মোট ৪ হাজার পরীক্ষার্থী বসে ছিল। এছাড়া ২৩ জুলাই ক্যুইজ নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা হয়। যারা চ্যাম্পিয়ান ও রানার্স হয় তাদের পুরস্কৃত করা হয়। ১১ টি বিশেষ পুরস্কারও এদিন প্রদান করে ত্রিপুরা কেমিক্যাল সোসাইটি। মোট ১০২ টি পুরষ্কার অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন অতিথিরা বলে জানান ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির সভাপতি ডঃ ভবতোষ সাহা।