Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যবই উৎসব থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন বাম যুব সংগঠন

বই উৎসব থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন বাম যুব সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : রাজধানীর মেলারমাঠ স্থিত ছাত্র-যুব ভবন প্রাঙ্গণে ডি.ওয়াই.এফ.আই-র মুখপাত্র যুব সংগ্রামের উদ্যোগে শুরু হয়েছে বই উৎসব। নভেম্বর মাসে নও জওয়ান ভারত সভার ১০০ বছর পূর্ণ হয়েছে। এই নও জওয়ান ভারত সভার উত্তরসুরী ডি.ওয়াই.এফ.আই। ৩ নভেম্বর ডি.ওয়াই.এফ.আই-র ৪৬ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৮০ সালে ডি.ওয়াই.এফ.আই-র পথ চলা শুরু হয়েছিল।

১৯৮০ সালে পাঞ্জাবের লুধিয়ানা শহরে ১ থেকে ৩ নভেম্বর সম্মেলনের মধ্য দিয়ে ডি.ওয়াই.এফ.আই-র প্রতিষ্ঠা হয়েছিল। তাই এই গুরুত্বপূর্ণ তিন দিন বই উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার বই উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। জিরানিয়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, আজকে বই উৎসবের উদ্বোধন করেছেন অধ্যাপিকা আলপনার সেনগুপ্ত। ২ নভেম্বর বিকাল সাড়ে ৫ টায় বই উৎসবের মঞ্চে অনুষ্ঠিত হবে সেমিনার। ৩ নভেম্বর বিকাল সাড়ে ৫ টা থেকে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি আরো বলেন, দেশে ঘৃণা রাজনীতি ছড়িয়ে দিচ্ছে বিজেপি। তার মধ্যে দাঁড়িয়ে যুক্তি, তর্ক, বিজ্ঞান হারিয়ে যাচ্ছে। এগুলি ফিরিয়ে আনতে এই বই উৎসব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরো বলেন দেশে বই বিরোধী ফ্যাসিস্ট, বই বিরোধী আর এস এস, বই বিরোধী বিজেপির বিরুদ্ধে লড়াই করার অন্যতম মঞ্চ হল এই বই উৎসব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য