স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দলে। দিল্লিতে আয়োজিত যোগদান সভায় দলীয় পতাকা হাতে নিয়ে তিনি দলে যোগদান করেন। তারপর তিনি দলের পক্ষ থেকে পদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। শনিবার আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান তিনি নিজে। ত্রিপুরার আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের এবং শান্তি সম্প্রীতির জন্য রাষ্ট্রীয় লোক দলে যোগ দিয়েছেন বলে জানান।
তিনি জানান ইতিমধ্যে টিটিএএডিসি নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে তৈরি হচ্ছেন। উল্লেখ্য, সিপিআই থেকে জয়ী হয়ে বামফ্রন্ট সরকারের সময় মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন মনিন্দ্র রিয়াং। ২০১৮ সালে ত্রিপুরা থেকে বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি যোগ দিয়েছিলেন তিপরা মথা দলে। তারপর তিনি যোগ দিয়েছিলেন কংগ্রেসে। শেষ পর্যন্ত কংগ্রেস ছেড়ে যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দলে। সাংবাদিক সম্মেলনে তিনি দল ছাড়ার কথা তুলে ধরে বলেন, কংগ্রেসে যে চিন্তা ধারা নিয়ে যোগ দিয়েছিলেন এর পূর্ণতা না পেয়ে তিনি যোগ দিয়েছেন এই দলে।

