. স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর : নিকটবর্তী আত্মীয়ের দ্বারা আক্রান্ত এক গৃহবধূ। আহত গৃহবধূ শান্তির বাজার জেলা হাসপাতালে চি*কিৎসাধীন। অভিযুক্ত প্রাননাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ। বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনার বিবরনে জানা যায়, বিলোনিয়া মহকুমার বড়পাথড়ী লক্ষীপুর এলাকার গৃহবধূ নিকট আত্মীয়দের দ্বারা আক্রান্ত হন।
গৃহবধূ জানান জ্বালানীর লাকড়ি নিয়ে তাদের নিকট আত্মীয়র সঙ্গে বিবাদ ঘটে। এই বিবাদের জেরে গৃহবধূর ভাসুর নিরঞ্জন মুহুরী, জাল কল্পনা মুহুরী, ভাসুরের ছেলে রাকেশ মুহুরী ও শিখা মুহুরী উনার উপর আক্রমন করে বলে অভিযোগ। আক্রমনের পাশাপাশি গৃহবধূর শ্লীলতাহানির প্রয়াস করে বলে অভিযোগ।
নিকট আত্মীয়দ্বারা আক্রান্ত হয়ে স্থানীয় বড়পাথড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিতে গেলে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসারজন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে গৃহবধূ শান্তির বাজার জেলাহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গৃহবধূর উপর আক্রমনের বিষয়ে অভিযুক্তদের নাম দিয়ে বিলোনিয়া থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান। গৃহবধূ জানান তাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়েছে। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে হয় কিনা।

