স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর :শনিবার সকালে হাইকোর্ট সংলগ্ন লিচু বাগানের জঙ্গলে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে এনসিসি থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে মৃতদেহ উদ্ধারের জন্য।
পুলিশ দেখতে পায় মৃতদেহটি মাটিতে দুহাত এবং দু পা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তবে মৃত যুবকের নাম পরিচয় কিছুই জানতে পারেনি পুলিশ। পুলিশের মনে মৃতদেহের নমুনা দেখে সন্দেহ জাগে। একই সাথে এলাকাবাসীর পক্ষ থেকেও বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সকলের ধারণা এটা কোন হতে পারে। পুলিশ তদন্ত না করে কোন কিছুই বলতে পারছে না। এদিকে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম। তারপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়।

