স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : রবিবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়নের দ্বিতীয় রাজ্য সম্মেলনে সরকারকে জনবিরোধী সরকার বলে কটাক্ষ করলেন প্রাক্তন মন্ত্রী তথা সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি এদিন বক্তব্য রেখে বলেন, পূর্বতন সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করার ব্যবস্থা করেছিল। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করতে উঠে পড়ে লেগেছে।
১০০ টি স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনার নাম করে ১০০০ টাকা করে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। কিন্তু এতে বহু গরিব অংশের ছেলে মেয়েরা পড়াশুনা করার সুযোগ হারাবে। আসলেই এই সরকারের মূল উদ্দেশ্য হলো গরিবের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করার সুযোগ না পায়। কারণ তারা শিক্ষিত হয়ে গেলে চাকুরির জন্য এবং অধিকারের জন্য দাবি করবে। তাই গরিবের সন্তান যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্য বিজেপি সরকার বেসরকারি করন করতে চাইছে। এদিন সরকারের বিরুদ্ধে আরো অভিযোগ তুলে বলেন মিড ডে মিল কর্মীদের জন্য কয়েক টাকা বৃদ্ধি করতে পারে না, কিন্তু কোটি কোটি টাকা বিজেপি নেতৃত্বরা নিজেদের প্রচারের জন্য ফ্লেগ ফেস্টুন রাস্তার পাশে ঝুলানোর ব্যবস্থা করছে। তাই এটা প্রচারের সরকার। জনগণের সরকার নয় বলে অভিযোগ তোলেন। আরো বলেন এভাবে চেহারা বিক্রি না করে কাজের মাধ্যমে বিজেপি নেতৃত্ব যাতে নিজেদের চেহারা মানুষকে দেখায়। এভাবেই তোপ দাগলেন শ্রী দে।