স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : উদয়পুর কিল্লার রাইয়াবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রনক্ষেত্র দুই গুষ্টির মধ্যে। গুরুতরভাবে আহত হয় ১০-১২ জন। ভাঙচুর করা হয় বাড়িঘর। এমনকি অগ্নিসংযোগ ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে জনজাতি অংশের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে কিল্লা থানার পুলিশ এবং আর কে পুর থানার পুলিশ ও টি এস আর জওয়ানরা।
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করার অভিযোগ। তাদের স্থানান্তর করা হয় গোমতী জেলা হাসপাতালে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। আহতরা জানায় তাদের পুরনো জায়গায় ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। কিছু জনজাতি অংশের মানুষ পুলিশের সামনে তাদের উপর এ ধরনের আক্রমণ সংগঠিত করেছে। পুলিশ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি তাদের বিরুদ্ধে। চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায়। পরিস্থিতি থমথমে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, টি এস আর এবং আধা সামরিক বাহিনী। তবে দুই গুষ্টির মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি ক্রমশ উদ্বেগ জনক হয়ে উঠেছে।