আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.) : ত্রিপুরায় করোনার প্রকোপ এখনও নিয়ন্ত্রণে রয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সাপ্তাহিক পরিস্থিতির পর্যালোচনায় এমনটাই চিত্র ফুটে উঠেছে বলে দাবি করেছেন তথ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে কোভিড পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গড় হিসেবে গত সপ্তাহের তুলনায় করোনার সংক্রমণ বর্তমানে সামান্য কমেছে। তবে তিনটি জেলায় করোনার সংক্রমণ সামান্য বেড়েছে। এতে চিন্তিত হওয়ার কোনও প্রয়োজন নেই। স্বাস্থ্য দফতর লাগাতার পরিস্থিতির উপর নজর রেখেছে, অভয় দিয়ে বলেন তিনি।
এদিন তথ্যমন্ত্রী দাবি করেন, করোনা সংক্রমণের সাপ্তাহিক পরিসংখ্যা্ন পর্যালোচনা করে দেখা গেছে, গত সপ্তাহে পশ্চিম জেলায় সংক্রমণের হার ছিল ০.৪৯ শতাংশ, এখন কমে দাঁড়িয়েছে ০.৩৯ শতাংশ। সিপাহিজলা জেলায় সংক্রমণের হার ছিল ০.০৩ শতাংশ, এখন তা বেড়ে হয়েছে ০.১১ শতাংশ। খোয়াই জেলায় সংক্রমণের হার ছিল ০.৬২ শতাংশ, তা এখন কমে দাঁড়িয়েছে ০.১৫ শতাংশ। গোমতি জেলায় সংক্রমণের হার ছিল ০.৩৩ শতাংশ, যা এখন কমে দাঁড়িয়েছে ০.১৬ শতাংশ। দক্ষিণ জেলায় সংক্রমণ এক সপ্তাহে সামান্য বেড়েছে। গত সপ্তাহে ওই জেলায় সংক্রমণের হার ছিল ০.১৭ শতাংশ, এখন বেড়ে দাঁড়িয়েছে ০.২৫ শতাংশ। ধলাই জেলায় সংক্রমণের হার ছিল ০.৩৬ শতাংশ, এখন কমে হয়েছে ০.১৩ শতাংশ। উনকোটি জেলায় সংক্রমণের হার ছিল ০.০৭ শতাংশ, এখন তা কমে দাঁড়িয়েছে ০.০৩ শতাংশ এবং উত্তর ত্রিপুরা জেলায় সংক্রমণের হার ছিল ০;০৯ শতাংশ যা এখন বেড়ে দাঁড়িয়েছে ০.৩৮ শতাংশ।