Monday, March 17, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর হাত ধরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন, যোগদান তিন শতাধিক ভোটার, অংশ...

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন, যোগদান তিন শতাধিক ভোটার, অংশ নিলেন সাংগঠনিক বৈঠকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ সেপ্টেম্বর : উদয়পুর মহকুমার মির্জা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয় শনিবার। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রদীপ প্রজ্জ্বলন করে ১০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনের করেন। পরে তিনি বক্তব্য রেখে বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। কারণ ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

রাজ্যের হাসপাতালগুলিতে এখন ভালো চিকিৎসা পরিষেবা মানুষের মিলছে। বহিঃরাজ্যে রোগী রেফারের সংখ্যাও অনেক কমে গেছে। তবে চিকিৎসকদের উপর রোগী ও তাদের পরিজনদের আস্থা রাখতে হবে বলে জানান তিনি। স্বাস্থ্য ব্যবস্থায় সব ধরণের পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করছে সরকার। পাশাপাশি এখন রাজ্যেও ক্যান্সারের ভালো চিকিৎসা হচ্ছে। জিবি সংলগ্ন অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকরা ক্যান্সার রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন। ফলে রাজ্যের মানুষ চিকিৎসক পরিষেবায় উপকৃত হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু সহ অন্যান্যরা। ২০১৭ সালে ১১ মার্চ কাঁকড়াবন বিধানসভা বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিকের হাত ধরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল।

পরে ৩৩-কাকড়াবন-শালগড়া মন্ডলের উদ্যোগে নেতাজী কর্নারে আয়োজিত যোগদান সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। ৭৪ পরিবারের ৩০৩ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শ্রী সাহা। পরবর্তী সময় উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে রাধাকিশোরপুর মন্ডলের কার্যকর্তাদের সঙ্গে এক সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কেন্দ্রীয় সরকারের ফ্লাগশিপ প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত নিয়ে যেতে এবং সংগঠনকে আরো সুদৃঢ় করতে আগামীদিনে কি করতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য