স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ সেপ্টেম্বর : পারিবারিক কলহের জেরে এসিড পান করে অত্মহত্যা ষাটউর্ধ বৃদ্ধার। মৃত বৃদ্ধার নাম মঞ্জুবালা দেববর্মা। ঘটনা খোয়াই থানার অন্তর্গত জামটিলা এলাকায়। শুক্রবার সকালে তিনি এসিড পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পর্বরতি সময় শুক্রবার দুপুরে মঞ্জুবালার ছেলে রেগার কাজ সেরে বাড়িতে ফিরে দেখতে পান মঞ্জুবালা বাড়ির একপাশে পড়ে রয়েছেন। ছেলেকে বললেন তিনি এসিড প্রান করেছেন।
সাথে সাথেই মঞ্জুবালার ছেলে খোয়াই দমকল কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে গিয়ে মঞ্জুবালাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে রায়। কিন্তু শুক্রবার রাতে খোয়াই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঘরে পড়ে মঞ্জুবালা দেববর্মার। শনিবার ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।