স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর: বৃহস্পতিবার আগরতলা টাউন হলে সি আই টি ইউ এবং ই ই এফ আই -এর যৌথ উদ্যোগে বিদ্যুৎ বেসরকারীকরণের লক্ষ্যে স্মার্ট মিটার ও বিদ্যুতের অস্বাভাবিক মাশুল বৃদ্ধির প্রতিবাদে এক গন কনভেনশন অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা সহ অন্যান্যরা।
ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত বক্তব্য রেখে বলেন, বিদ্যুৎ-এর আন্দোলন বললে সাধারন মানুষ মনে করতো বিদ্যুৎ কর্মীদের আন্দোলন। মানুষের সেই ধারনা বর্তমানে ভেঙ্গে গেছে। বিদ্যুৎ-এর অধিকার মানুষের জিবনের একটি মৌলিক অধিকার। এই অধিকারের উপর হামলা হলে সাধারন মানুষকে তা জানতে হবে। গত কয়েকমাসে ভারতবর্ষে বিদ্যুৎ ক্ষেত্রে অনেক গুলি পরিবর্তন হয়ে গেছে। সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। ফলে মানুষ এখন জানতে চায় আগামী দিনে তার উপর কোন ধরনের নতুন হামলা আসতে চলেছে।
তিনি আরো বলেন, বিরোধীদের মুখ থেকে বের হওয়া মানুষের অধিকারের কথা সংবাদপত্রের প্রথম পাতায় আসতে চলেছে। দেশের বিদ্যুৎ বন্টন নিগমগুলি প্রচুর দেনায় ডুবে গেছে। বর্তমানে এই বন্টন কোম্পানিগুলির ঋণ রয়েছে সাত লক্ষ কোটি টাকা। এর জন্য কেন্দ্র সরকার এক লক্ষ কোটি টাকার প্যাকেজ আনতে চলেছে। কিন্তু এর জন্য বিদ্যুৎ বন্টন নিগমের ২০ শতাংশ সম্পদ বেসরকারিকরণের হাতে তুলে দিতে হবে। কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্য সরকার গুলিকে এই নিয়ম বেধে দেওয়া হয়েছে। এর নিয়ম মানতে পারলেই তাদের ঋণ মুকুবের জন্য অর্থ দেবে কেন্দ্র সরকার।

