স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর: মিজোরাম সীমান্তবর্তী এলাকায় রাতাবাড়িতে সাত সকালে ঘুমন্ত অবস্থায় মহিলার গলা কেটে খুন করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য।ঘটনা রামকৃষ্ণ নগরের রাতাবাড়ি থানাধীন মিজোরাম সীমান্তবর্তী কালাগাঙ গ্রামে। জানা যায় বৃহস্পতিবার সাত সকালে ঘুমন্ত অবস্থায় এক মহিলার গলা কেটে নির্মম হত্যা করে। পরে বিষয়টি নজরে আসার পর মৃত প্রায় মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে। তারপর মরদেহ চেরাগি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসি বিমলকাফ্রে ছেত্রী ও ক্রাইম ব্রাঞ্চের অফিসার অমিত রায় তদন্তে নামেন। মৃত মহিলার নাম তেরাই বিবি। বয়স পয়তাল্লিশ বছর। মহিলার স্বামী নেজাম উদ্দিন জানান, তারা স্বামী ও স্ত্রী একসাথে ঘুমিয়ে থাকার অবস্থায় ওই গ্রামের পরিচিত এক ব্যাক্তি ঘরে ঢুকে তার স্ত্রীর গলায় কোপ বসিয়ে পালিয়ে যায়। তিনি তাকে শনাক্ত করতে পেরেছেন। পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলার করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে পুলিশ সবদিক খতিয়ে দেখছে। এ কান্ডে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে খবর সংগ্রহ পর্যন্ত এ কান্ডে জড়িত অভিযুক্ত ঘাতককে ধরপাকড়ের কোন খবর পাওয়া যায়নি।

