স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর: প্রতিবেশীর পেটে ছুরি মারার অভিযোগে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে আটক হয় এক যুবক। নাম সঞ্জিত নাহা(৩৬)। ঘটনা বিশ্রামগঞ্জ ইটভাট্টা এলাকায়। গত ২৭ অক্টোবর রাতের বেলায় হঠাৎ করে সনজিৎ নাহা এলাকারই প্রতিবেশী মধুসূদন দাসের পেটে ছুড়ি ঢুকিয়ে দেয়।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ সঞ্জিত নাহাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা করা হয় মধুসূদন দাসের পরিবারের তরফ থেকে। বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জিত নাহাকে বিশালগড় মহকুমা আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে এর আগেও খুনের অভিযোগ রয়েছে বলে অভিযোগ। সে সাজাপ্রাপ্ত আসামী জানিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এদিকে মধুসূদন দাসের আঘাত গুরুতর বলে জানা গেছে।

