স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ সেপ্টেম্বর : উদয়পুর জামজুরী এলাকায় দীর্ঘদিনের দাবি পূরণ হলো শনিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা প্রদীপ প্রজ্জলন করে আয়ুষ্মান ভারত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের শুভ উদ্বোধন করেন। এলাকার জনগণের দীর্ঘ দিনের দাবি ছিল এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য। তৎকালীন বাম সরকারের আমলে বহুবার এলাকার জনগণ স্বাস্থ্য কেন্দ্রের জন্য দাবি করলেও পূরণ হয়নি।
রাজ্যের বর্তমান বিজেপি ও আইপিএফটি জোট সরকার চার বছরের মধ্যেই জামজুরি এলাকায় জনগণের দাবিকে মান্যতা দিয়ে গড়ে তোলা হয় আয়ুষ্মান ভারত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার।মাত্র চার মাসের মধ্যেই এই সেন্টারটি নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, তিনি খুবই খুশি। জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। জামজুরি এলাকার জনগণ এই হেলথ সেন্টার থেকে উপকৃত হবেন। এই সরকার , মানুষের সরকার। এটা ফের প্রমানিত হয়েছে বলে জানান তিনি। বিভিন্ন জায়গায় আয়ুষ্মান ভারত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের নির্মাণ করা হচ্ছে। স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছে সরকার। সেই ধারা মোতাবেক এই স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি। উদয়পুর জামজুরী এলাকায় আয়ুষ্মান ভারত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধনকে কেন্দ্র করে সাধারন মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।