স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে বিজেপি। নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার প্রভারী পরিবর্তন করা হয় শুক্রবার। ত্রিপুরার প্রভারী হিসেবে নতুন দায়িত্ব পেলেন সাংসদ ডাঃ মহেশ শর্মা। এদিকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ত্রিপুরা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিপ্লব কুমার দেবকে হরিয়ানার প্রভারী হিসেবে নিযুক্ত করা হয়েছে। ত্রিপুরা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিনোদ সোনকরকে।
উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলির কোর্ডিনেটর হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ডাঃ সম্বিত পাত্রা। যুগ্ম কোর্ডিনেটর হিসেবে নিযুক্ত হয়েছেন ঋতুরাজ সিনহা।শুক্রবার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক প্রেস বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছেন। আচমকা রদ বদলের মূল কারণ হলো সাংগঠনিকভাবে বিজেপি গত সাড়ে চার বছরে দুর্বল হয়েছে ত্রিপুরা রাজ্যে। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা সম্প্রতি দুদিন রাজ্যে সফরে এসে সাংগঠনিক বিষয়ে সমস্ত কিছু টের পেয়ে গেছেন। আর দিল্লী গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে বিষয়ে অবগত করেন। কারণ দলের বর্তমান পরিস্থিতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে মনে হচ্ছে রাজনৈতিক মহল। এবং এর জন্য কারা দায়ী তা বুঝতে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বরা সমস্ত কিছু খতিয়ে দেখতে শুরু করেছেন।